Single Post

‎বিজনেসের কাস্টমার কিসে আটকায়?

506218673_1086647500096136_8304688734040267873_n
‎কাস্টমার কিসে আটকায়? কাস্টমার আটকায় অপ্রতিরোধ্য অফারে! মার্কেটিং জগতে সবচেয়ে common যে ভুলগুলো হয়ে থাকে তার মধ্যে একদম প্রথম সারিতে রয়েছে কাস্টমারকে অফার করার ব্যর্থতা। আমাদের দেশের উদ্যোক্তাদের অফারের ক্ষেত্রে misconception হলো ৫০% ডিসকাউন্ট, ডেলিভারি চার্জ ফ্রি ইত্যাদি
‎Harvard University business resource এর রিপোর্ট অনুযায়ী একটা নতুন মার্কেটিং ট্যাকটিক প্রথম পাঁচ জনের জন্য wine করে।পরবর্তীতে যখন এটি অন্যান্য বিজনেসম্যানরা apply করতে যায় তখন সেটি একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়ায়। ঠিক এই কারণেই gorerbazar.com একটি ট্যাকটিক এপ্লাই করে যখন সেল বাড়ায়, আপনি সেম জিনিস ফলো করলেও আশানুরূপ সেল পান না।
‎প্রশ্ন আসতে পারে ,ভাই তাহলে আমি আমার বিজনেসের জন্য অফার কিভাবে তৈরি করব?‎পুরোটা পড়তে থাকেন আশা করি আপনার উত্তর পেয়ে যাবেন।
‎ অফার এমন হতে হবে যেন customer সেটি গ্রহণ না করলে guilty ফিল করে।কাস্টমারকে প্রথমে এমন কিছু প্রপোজাল দেন যেটা কাস্টমারকে সারভাইভ করতে ও সামনের দিকে এগিয়ে যেতে হেল্প করবে অথবা এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখাবে।
‎ তারপর কাস্টমারকে এক্সট্রা value দেন।যেটা মার্কেটে অন্য কেউ দিচ্ছে না।যেমন আপনি যদি গ্যাস্টিকের ঔষধ বিক্রি করে থাকেন তাহলে আপনার কাস্টমারের জন্য extra value হতে পারে ফ্রি ডাক্তার কনসালটেন্সি।
‎সবশেষে ফোমো ক্রিয়েট করেন। ফোমো হলো কোন কিছু হারানোর ভয়।যখন কোন প্রোডাক্ট বা সার্ভিস সীমিত সংখ্যায় থাকে তখন সেটা ফোমো ক্রিয়েট করে।এটি কাস্টমারের মধ্যে অফার গ্রহণের প্রবণতা তৈরি করে। কারণ কোন কিছু পাওয়ার আনন্দের থেকে কোন কিছু হারানোর ভয় অধিক শক্তিশালী।
‎এই ফ্রেমওয়ার্ক অনুযায়ী কাস্টমারকে অফার করুন দেখবেন আপনার বিক্রি স্কাই হাই।

sagi ttis orci aliquet aliquam.

Leave A Comment