Customer baying psychology
Business এ সেল না হওয়ার পিছনে আপনার Content দায়ী নয় তো?
ভাবছেন কিভাবে সম্ভব।
আমি তো কোয়ালিটি ফুল Content ইউজ করি? সেই প্রশ্নের উত্তর একটু পরেই দিচ্ছি। তার আগে আমাদের বুঝতে হবে Human brain কিভাবে কাজ করে, মানুষের ব্রেনে তিনটি পার্ট বিদ্যমান 
১- Reptilian Brain
২- Limbic Brain
৩- Neocortex Brain
ব্রেনের এই তিনটি পার্ট একটি একটি করে Active হয়,একবারে নয় 
Reptilian Brain :
এটিকে বলা হয় সারভাইবাল ব্রেইন।এটি ভয়,লোভ,কৃতজ্ঞতা ইত্যাদি নিয়ে কাজ করে।তবে ব্রেনের এই অংশের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো দ্রুত সিদ্ধান্ত নেওয়া। মানুষ আপনার ভিডিও দেখবে নাকি scroll করে চলে যাবে তার সিদ্ধান্ত ব্রেনের এই অংশই নিয়ে থাকে 
Limbic Brain :
মানুষের আবেগ,স্মৃতি,অনুভূতি কন্ট্রোল করে। ব্রেনের এই অংশকে ব্যবহার করে মার্কেটারেরা বড় বড় ব্র্যান্ড দাঁড় করায় 
Neocortex brain :
এটিকে বলা হয় রেসনাল ব্রেন। এটি যুক্তি,লজিক,প্ল্যানিং,ফিচার,লাভ,লস এসব নিয়ন্ত্রণ করে 
এখন কাস্টমার এর কাছে কোন কিছু সেল করতে হলে আপনাকে প্রথমে Reptilian Brain থেকে Yes সিগন্যাল নিতে হবে। তারপর Limbic Brain ব্রেন থেকে শেষে Neocortex brain থেকে 
কারণ মানুষ আগে ডিসিশন নেয় তারপর এর উপর লজিক প্রয়োগ করে 
আর এখানেই আমাদের দেশে উদ্যোক্তারা ভুল করে বসে। কনটেন্টের শুরুতেই বলে ৫০% ডিসকাউন্ট, আমাদের পণ্য ১০০% খাঁটি ,আমাদের পণ্যই সেরা, আমাদের পণ্যের এই ফিচার সেই ফিচার ইত্যাদি ইত্যাদি 
এখন আপনি চিন্তা করুন এই information গুলো মানুষের ব্রেনের কোন পার্টে হিট করছে? নিশ্চয় Neocortex এ ,কিন্তু হিট করার প্রয়োজন ছিল Reptilian পার্টে। ঘটছে সম্পন্ন উল্টোটা যার ফলে দেখা যায় ভিডিও view করে ১০০০ জন কিন্তু প্রোডাক্ট কিনে মাত্র ২জন বা ৩জন 
তাহলে এর সমাধান কি? এর সমাধান নিয়ে ২য় পার্টে কথা বলব ইনশাল্লাহ্।

